খুলনা দলে অন্তর্ভুক্তির পরদিনই মাশরাফির মিরপুরে অনুশীলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে খুলনা দলে অন্তর্ভুক্তি চূড়ান্ত হবার পরদিনই মিরপুরে অনুশীলন করেছেন মাশরাফি বিন মোর্ত্তজা।
জেমকন খুলনার মাঠের অনুশীলন না থাকলেও সকালে একাডেমি মাঠে নিজের মতো প্রস্তুতি সেরেছেন নড়াইল এক্সপ্রেস। মঙ্গলবার গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে খুলনা। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচেই মাঠে নামতে পারেন মাশরাফি। রোববার লটারির মাধ্যমে খুলনায় অন্তর্ভূক্তি নিশ্চিত হয় সাবেক অধিনায়কের। দীর্ঘ বিরতির পর ১ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করেছিলেন তিনি। রোববার সকালে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার পর বিকেলে বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ-সাকিবের সতীর্থ হয়েছেন নড়াইল এক্সপ্রেস। এদিকে, মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় বরিশালের মুখোমুখি হবে রাজশাহী।



















