খালেদার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায়। দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন,খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামী,তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপি। এসময় মির্জা ফখরুলের বক্তব্য কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণপরিবহনে ছাত্রদের অর্ধেক ভাড়ার বিষয়টি পরিবহন মালিকরা চাইলে বিবেচনা করতে পারে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।