খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করতে দুপুরে বসছে মেডিকেল বোর্ড
- আপডেট সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করতে দুপুরে বসছে মেডিকেল বোর্ড। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল।
সকালে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে এসে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। সোমবার শ্বাসকষ্ট বেড়ে গেলে বিকেলে খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারী কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন বেগম জিয়া। ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পরদিনই তার জন্য ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। গেলো ৬ দিন ধরে চলছে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। করোনা ভাইরাসের সংক্রমণের পর ১১ এপ্রিল থেকে বাসাতেই ব্যক্তিগত চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ১৪ দিন পর আবার পরীক্ষা করা হলে তখনও তার করোনা ভাইরাস ‘পজিটিভ’ আসে।





















