খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন

- আপডেট সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ আবেদন করেন।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, চিঠিতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দেয়ারও অনুরোধ করা হয়েছে। গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। ২৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে ৫ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। রায়ের পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকেন তিনি। দুই বছর দেড় মাস কারাভোগের পর শর্তসাপেক্ষে ২০২০ এর ২৫ মার্চ বিএসএমএমইউ থেকে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।