খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ

- আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দেশের ৬টি বিভাগীয় শহরে চলছে বিএনপির সমাবেশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ৩টায় খুলনার মহানগরীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে খুলনা জেলা ও মহানগর বিএনপি।সকাল থেকে দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসা শুরু করেন। সড়কে নেতাকর্মীদের অবস্থানে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
রাজশাহীতেও চলছে বিভাগীয় সমাবেশ। বিকেল সাড়ে তিনটায় নগরীর মালোপড়ায় দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ শুরু হয়। সমাবেশে উপস্থিত আছেন বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হকসহ বিভিন্ন জেলার নেতারা।
একই দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ হয়েছে। এসময় মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
সিলেটে বিএনপির সমাবেশে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখছেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।