খালেদা জিয়ার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে :বিএনপি ভাইস চেয়ারম্যান
																
								
							
                                - আপডেট সময় : ০৮:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
 - / ১৬২৯ বার পড়া হয়েছে
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। সকালে বাসায় দেখা করার পর, সাংবাদিকদের তিনি আরো বলেন, শারীরিকভাবে অসুস্থ থাকলেও পরিবারকে কাছে পেয়ে মানসিকভাবে ভালো আছেন খালেদা জিয়া। এদিকে বোন সেলিমা ইসলাম জানান, খালেদা জিয়া ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন। তার চিকিৎসাজনিত সবকিছু পুত্রবধূ ডা. জোবাইদা রহমান তত্ত্বাবধান করছেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় দেখা করতে আসেন চিকিৎসকদের একটি দল। সেখানে প্রায় আড়াই ঘন্টা অবস্থান করেন তারা।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানুষিকভাবে ভালো আছেন।
এদিকে মোবাইল ফোনে, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন খালেদা জিয়া। আর তার চিকিৎসার বিষয়টি পুত্রবধু ডা. জোবাইদা রহমান তত্ত্বাবধান করবেন।
																			
																		













