খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নিরাপদ সড়কের লক্ষ্যে রোড শো পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি যা করছে তা মায়াকান্না ছাড়া আর কিছুই নয়। এতে নিখাঁদ রাজনীতি রয়েছে। তিনি বলেন, সংবিধান ও আইন মেনে যতটা সম্ভব সব সুযোগ বেগম জিয়াকে প্রধানমন্ত্রী দিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।এতে রাজনৈতিক উস্কানি আছে। বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এসময় ওবায়দুল কাদের জানান, কুয়েট শিক্ষকের মৃত্যুতে অস্বাভাবিকতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।