খালেদা জিয়ার চিকিৎসা বিএনপি চায় কিনা সন্দেহ : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার চিকিৎসা বিএনপি চায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে কোনো সময় খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ বাতিল করতে পারে সরকার। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সোমবার তার সরকারি বাসভবন থেকে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না সরকার, দলের মহাসচিবসহ বিএনপি নেতাদের এই অভিযোগের জবাব দেন তিনি।
নির্বাচনী পরিবেশ নষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় খালেদা জিয়ার স্থায়ী মুক্তি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে আবারও জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।