খালেদা জিয়ার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: এমরান সালেহ প্রিন্স

- আপডেট সময় : ০৯:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখতেই খালেদা জিয়ার চিকিৎসায় প্রতিবন্ধকতা তৈরি করছে সরকার- এমন দাবি করেছেন বিএনপির সংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সংসদে আইন মন্ত্রীর বক্তব্যেই তা প্রমাণ হয়েছে বলে জানান তিনি।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। “দোষ শিকার করে ক্ষমা না চাইলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়”– আইন মন্ত্রীর এমন বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার শামিল। আইনমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। সব আইনী জটিলতা নিরসন করে দ্রুত উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আবারও আহবান জানান তিনি। বলেন, খালেদা জিয়া কোন দোষ করেননি, তাই তার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠেনা। এছাড়া অভিযোগ করে প্রিন্স বলেন, সরকারের টিকা নীতি ব্যর্থতার কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।