খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারকে হুঁশিয়ারী ফখরুলের

- আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আবারো জোর দাবী তুলেছে বিএনপি।
বিদেশে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে দলটি। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে খালেদা জিয়ার যদি কোন ক্ষতি হয় তার জন্য সরকার দায়ী থাকবে। খালেদা জিয়ার জীবন হুমকির মুখে পড়বে বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি। এদিকে, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানান, খালেদা জিয়ার হার্টে রিং বসানোর এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। তাই এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এসব ক্ষেত্রে ৭২ ঘণ্টার আগ পর্যন্ত রোগীর প্রকৃত অবস্থা বোঝা যায় না। শুক্রবার রাতে খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়।