খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: আইনমন্ত্রী

- আপডেট সময় : ১০:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে নিজ মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে, দায় বিএনপিকেই নিতে হবে। সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এসব কথা বলেন তারা।
সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর পরিবারের আবেদন প্রসঙ্গে কথা বলেন, আইনমন্ত্রী আনিসুল হক।
এদিকে, মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময়, খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন তিনি।
তিনি অভিযোগ করেন, দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতেই সংলাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি