খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই গণতন্ত্র ধ্বংস করতে পারবে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই গণতন্ত্র ধ্বংস করতে পারবে সরকার। এ জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা দিতে দেশের সর্বস্তরের মানুষ দাবি তুললেও সরকারের টনক নড়ছে না। সরকার খালেদা জিয়াকে সরিয়ে দিতে পারলেই গণতন্ত্র ধ্বংস করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, খালেদা জিয়াকে ভয় পায় বলেই তার মুক্তি দিচ্ছে না সরকার। দ্রুত খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জোর দাবি জানান তিনি।