খালেদা জিয়াকে কেবিনে হস্তান্তর

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। সকালে সাবেক এই প্রধানমন্ত্রীকে কেবিনে পাঠানোর সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সার্জিক্যাল ইউনিটে রাখা হয়েছিলো।
শরীরে টিউমার নিয়ে হাসপাতালে ওই ভর্তি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর চিকিৎসার অংশ হিসেবে এই অস্ত্রোপচার। অপারেশনের পর ক্যান্সারের অংশ বিশেষ বায়োপসি করতে পাঠানো হয়েছে বলে সোমবার জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড. জাহিদ হোসেন।বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।