খালেদা জিয়া মুক্ত থাকলে কোন নির্বাচনেই আওয়ামী লীগ জিততে পারবে না :আমীর খসরু মাহমুদ চৌধুরী

- আপডেট সময় : ০৫:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
খালেদা জিয়া মুক্ত থাকলে কোন নির্বাচনেই আওয়ামী লীগ জিততে পারবে না বলেই তাকে বছরের পর বছর অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে সিটি নির্বাচনের কৌশল নির্ধারণে নগর বিএনপির বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, একটি দলীয় নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনী আইন পরিবর্তন করেও জেতার আশা না পেয়ে এবার চট্টগ্রামেও ইভিএম নামের ভোটচুরির মেশিন এনেছে সরকার। নির্বাচনের দিন কেন্দ্রের ভেতরে প্রশাসন ও নির্বাচন কমিশন, আর কেন্দ্রের বাইরে ভোটারদের ভয় দেখাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অবস্থান নেবে। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি প্রার্থী ডা. শাহাদাৎ হোসেনকে জয়ী করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান আমীর খসরু। বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বকর।