খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ০১:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দিয়েছে দলটি ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে। বেলা সাড়ে এগারোটার দিকে এই স্মারকলিপি দেয়া হয়। এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপি নেতা আবু আশফাক, দেওয়ান সালাউদ্দিন, নিপুন রায় চৌধুরী সহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
একই দাবিতে মেহেরপুরে, নেত্রকোণা ও মানিগঞ্জে জেলাপ্রশাসক বরারব স্মারকলিপি দেয় বিএনপি।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় অবিলম্বে বিদেশে পাঠানোর দাবিতে মেহেরপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। সকালে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্য্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
নেত্রকোণায় জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারক লিপি দিয়েছে জেলা বিএনপি। সকালে বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হকের নেতৃত্বে প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নিকট স্মারকলিপি দেয়া হয়।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে মানিকগঞ্জ জেলা বিএনপি।