নিজের ফাঁদে পড়ে খালেদা জিয়ার দল পালাবার পথ খুঁজে পাচ্ছে না : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ২০৯৫ বার পড়া হয়েছে
দেশে নিত্যপণ্যের চড়া দামে মানুষের দিশেহারা অবস্থা বলে স্বীকার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন অবস্থায় অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের প্রভাব সবার উপরে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
সিলেটের বড় বড় ভাঙ্গা সেতুর উদ্বোধনে তিনি এসব মন্তব্য করেন। সন্ত্রাসী দল বিএনপির হাতে দেশ নিরাপদ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিজের ফাঁদে পড়ে খালেদা জিয়ার দল পালাবার পথ খুঁজে পাচ্ছে না। বিএনপি-জামায়াতের চোরাগুপ্তা হামলার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন বানচালে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ৮ হাজার বিরোধী নেতাকর্মী গ্রেফতারে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যের ঘাটতি রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।