খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে সরকার ভয় পায় : দুদু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৮৫৮ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে সরকার ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার আগে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী সরাসরি নাকচ করে দিয়েছেন। বেগম খালেদা জিয়াকে আগামী দিনের প্রধানমন্ত্রী জেনে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারকে বিদায় করা ছাড়া দেশকে রক্ষা করা যাবে না। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে অক্টোবরের মধ্যেই এই সরকারের বিদায় হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।























