খালিশাবর্তা এলাকার “সামসুল হক সেতু” ব্যবহার করতে পারছে না লাখো মানুষ

- আপডেট সময় : ০২:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সংযোগ সড়ক না থাকায়, গাজীপুর সিটি করপোরেশনের খালিশাবর্তা এলাকার “সামসুল হক সেতু” ব্যবহার করতে পারছে না লাখো মানুষ। ২০১৭ সালে সোয়া ৪ কোটি টাকা খরচে এটি নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু, সিটি করপোরেশন এখনো তাদের অংশে সংযোগ সড়ক করেনি। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ।
সংযোগ সড়ক না থাকায়, গাজীপুর সিটি করপোরেশনের খালিশাবর্তা এলাকার “সামসুল হক সেতু” ব্যবহার করা যাচ্ছেনা। ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।সিটি করপোরেশন সংযোগ সড়ক তৈরি না করায়, ২১ নম্বর ওয়ার্ডসহ ওই এলাকার লাখ লাখ মানুষ সেতুর সুবিধা ভোগ করতে পারছেনা।
২০১৭ সালে তুরাগ নদীর উপর চার কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু হয়। এর কাজ শেষ হয় ২০২০ সালের ১১ জুলাই। জানা গেছে, জমির ক্ষতিপূরণ না দিয়ে সড়ক নির্মাণ করতে চায় সিটি কর্তৃপক্ষ। কিন্তু, ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেতু নির্মাণ শেষ করলেও, সড়কের কাজ ধরেনি সিটি করপোরেশন। তবে, দ্রুতই করা হবে বলে জানান, স্থানীয় কাউন্সিলর।
দ্রুত সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে লাখো মানুষের দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।