খাল খননের মাটি অপসারণ না করায় অনাবাদি পড়ে আছে বগুড়ার শত শত বিঘা জমি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ভদ্রাবতী খাল খননের মাটি দীর্ঘদিনেও অপসারণ না করায় বগুড়ার শাজাহানপুর উপজেলার শত শত বিঘা জমি অনাবাদি পড়ে আছে । এতে ক্ষতির মুখে পড়েছেন হাজারেরও বেশি কৃষক। এ নিয়ে চরম ক্ষুব্ধ ক্ষতিগ্রস্থরা।
মরা খালে পানি প্রবাহ বাড়াতে দুই বছর আগে বগুড়ার শাজাহানপুরের সাজাপুরে ভদ্রাবতী খালের পাঁচ কিলোমিটার খনন করে পানি উন্নয়ন বোর্ড। সে সময় জনপ্রতিরোধের পরেও খননের মাটি খালের দুপাড়ের বিভিন্নজনের কৃষি জমিতে ফেলা হয়। এরপর থেকেই অনাবাদি থেকে যায় ওই এলাকার শত শত বিঘা জমি।
জমির মালিকদের দেয়া হয়নি ক্ষতিপূরণ। আবার মাটি অপসারণে জেলা প্রশাসন,পানি উন্নয়ন বোর্ডে বারবার আবেদন-নিবেদন করেও লাভ হয়নি।এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য।
খালের মাটি অপসারণ আর ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দেয়ার দাবি স্থানীয়দের।


















