খাল খননের নামে ঘরবাড়ির জায়গা জোর করে কেটে নেয়ার অভিযোগ
- আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৮১২ বার পড়া হয়েছে
শরীয়তপুর পৌরসভার আংগারিয়া-বুড়িরহাট খাল খননের নামে স্থানীয়দের ঘরবাড়ির জায়গা জোর করে কেটে নেয়াসহ নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রেকর্ড অনুযায়ী খালের প্রশস্ততা ২৫ থেকে সর্বোচ্চ ৪০ ফুট। পাউবো’র ঠিকাদারের বিরুদ্ধে গভীরতা না বাড়িয়ে পাশে ৬০/৭০ ফুট জায়গা কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, নকশা অনুযায়ী কাজ না করে অনৈতিক সুবিধা নিতে নীরিহ মানুষকে হয়রানী করা হচ্ছে ।
২০১৭-১৮ অর্থবছরে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট-আংগারিয়া খালের পুনঃখনন শুরু হয়। শেষ হওয়ার কথা আগামী জুনে। ভ্যেকু দিয়ে এই খাল খনন করতে গিয়ে ঠিকাদার নকশা অনুযায়ী খাল না কেটে, দক্ষিণ পাড়ে পশ্চিম পরোসুদ্দি মৌজার লোকজনের রেকর্ডকৃত ব্যক্তি মালিকানাধীন জমি জোর করে কেটে নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বিআরএস ও আরএস রেকর্ড অনুযায়ী খালটি কোথাও ২৫ থেকে ৩০ ফুট আবার কোথাও ৩৫ থেকে ৪০ ফুট চওড়া। অথচ পানি উন্নন বোর্ডের ঠিকাদার খনন করছে ৬০ থেকে ৭০ ফুট চওড়া করে। বিরোধ মেটাতে শীগগিরই পরিমাপ করে সীমানা নির্ধারণের আশ্বাস দিয়েছেন ভূমি কর্মকর্তা।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সালেহ আহম্মেদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে স্থানীয়দের আপত্তির কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড।
নকসা অনুযায়ী খাল পুনঃখনন কাজের সমাধানে উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।























