খামারের মরা মুরগি, পচাঁ ডিমসহ সকল বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র

- আপডেট সময় : ০৬:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ফেনীর বিভিন্ন এলাকায় গড়ে উঠা পোলট্রি খামারের মরা মুরগি, পচাঁ ডিমসহ সকল বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র। এতে দূষিত হচ্ছে পরিবেশ। উৎকট গন্ধে চরম দুর্ভোগে রয়েছে স্থানীয়রা। ভুক্তভোগীরা জানায়,একাধিকবার অভিযোগ দিয়েও কোন সুফল পাচ্ছে না তারা।
নিয়মনীতির তোয়াক্কা না করে ফেনী সদরের লেমুয়া,ধলিয়া,ফরহাদ নগর এবং সোনাগাজীর নবাবপুর ও আমিরাবাদসহ একাধিক এলাকায় গড়ে উঠেছে মুরগির খামার। জেলায় অন্তত ৫ হাজার খামার রয়েছে।পাশাপাশি আছে মুরগীর খাদ্য তৈরির কারখানা।এসব খামারের বিষ্ঠা, মরা মুরগি,পচা ডিম ও ময়লা নির্দিষ্ট স্থানে না ফেলে ফেলছেন খালবিল অথবা যত্রতত্র।এতে মরছে খালের মাছ, ব্যাঘাত ঘটছে ধান চাষে।ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে হুমকিতে পড়েছে জীব বৈচিত্র্য।
ইতোমধ্যে পরিবেশ বিনষ্টকারী ফেনীর এসব ফার্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত।
অনেক খামারি পরিবেশ এর লাইসেন্স না নিয়েই কার্যক্রম চালাচ্ছেন, বিষয়টিতে তদারকি চলছে বলে জানান পরিবেশ কর্মকর্তা।
খামার মালিকদের সতর্ক করা হয়েছে।তারা সংশোধন না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
শুধু আশ্বাস নয় দূষণের হাত থেকে বাঁচতে কার্যকর পদক্ষেপ চায় স্থানীয়রা।