খাদ্যবান্ধব কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনায় কঠোর নজরদারির তাগিদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সহায়তায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে কঠোর নজর রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসের ছুটির মধ্যে একমাস পর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- গণভবনে এই বৈঠক বসে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে স্বল্প পরিসরের এ বৈঠকে মূলত গুরুত্ব পায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও এর কারণে দেশীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব।