খাগড়াছড়ির বিজিবি গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে :ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৭৫২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির গাজিনগর এলাকায় বিজিবি গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের আইজি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সকালে খাগড়াছড়িতে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। আইজিপি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গী নির্মূলে সরকারের নীতি জিরো টলারেন্স। পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে জানিয়ে ডক্টর জাবেদ পাটোয়ারি জানান, মুজিববর্ষ উপলক্ষে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ সার্ভিস ডে চালু, মুক্তিযোদ্ধা, নারী-প্রতিবন্ধী ও জরুরী সেবা– ট্রিপল-নাইন চালুসহ কার্যক্রম আরো বাড়ানো হবে। তিনি বলেন, পুলিশের ট্রিপল-নাইন জরুরী সেবা বর্তমানে ৫৮ লাখ লোকের কাছে পৌছেছে, এ সেবা এক কোটি ছাড়িয়ে যাবে।