খাগড়াছড়ির ঘটনায় সুষ্ঠ বিচার ও যথাযথ পূর্নবাসনের দাবি এলাকাবাসীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির মাটিরাংগায় বিজিবির গুলিতে নিহতদের দাফন সম্পন্ন এলাকায় শোকের মাতম, বিজিবির পুনরায় হামলায় আতঙ্কিত মাটিরাংগার মানুষ ঘটনার সুষ্ঠ বিচার ও যথাযথ পূর্নবাসনের দাবি এলাকাবাসীর।
মঙ্গলবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গাজিনগর এলাকায় বিজিবির গুলিতে নিহত একই পরিবারের তিনজন সহ চারজনের মরদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে গুলিতে নিহত বিজিবি সদস্য শাওনের মরদেহ বিজিবির কাছে হস্তান্তরের পর তার গ্রামের বাড়ি বড়গুনার বেতাগি উপজেলার দক্ষিন বাসড়াগ্রামে পাঠানো হয়েছে। সকাল সাড়ে এগারোটায় আলুটিলা সরকারি হাইস্কুলের মাঠে নামাজে জানাজা হয়। জানাজায় অংশ নিয়ে মাটিরাংগা পৌর মেয়র শামছুল হক ও মাটিরাংগা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয়রা হত্যাকান্ডের সুষ্ঠুবিচার ও নিহতদের যথাযথ পুর্নবাসনের দাবি করেন।