খাগড়াছড়িতে বন্ধুকে হত্যার দায়ে মো. ইউছুফ নামে এক যুবকের মৃত্যুদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৬২৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে বন্ধুকে হত্যার দায়ে মো. ইউছুফ নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থে দন্ডেও দণ্ডিত করা হয়েছে।
দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
২০১১ সালের ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় আব্দুল্লাহ নামে এক বন্ধুকে কুপিয়ে হত্যা করে ইউছুফ। এই ঘটনায় নিহত আব্দুল্লাহ’র ভাই দেলোয়ার হোসনে মামলা দায়ের করেন। ঘটনার এক মাস পর পুলিশ ফেনী থেকে আসামীকে গ্রেফতার করেন। পরের বছরের ১২ সেপ্টেম্বর পুলিশ ইউছুফকে একমাত্র আসামী দেখিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় আদালতে ৯জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে প্রায় ৮ বছর পর আদালত আজ রায় ঘোষণা করেন।















