খাগড়াছড়িতে ঝরে পরা শিক্ষার্থীর হার বেড়েছে

- আপডেট সময় : ০১:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
করোনাকালে দীর্ঘদিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকা, দারিদ্র্যতা ও অভিভাবকদের অসচেতনতার কারণে খাগড়াছড়িতে ঝরে পরা শিক্ষার্থীর হার বেড়েছে। তবে শিক্ষার্থীরা ঝরে না পরার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
দেড় বছরে করোনায় বন্ধ ছিলো খাগড়াছড়ি জেলার প্রায় ১২৭টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ৪৫ হাজার শিক্ষার্থীর মধ্যে এখন আর স্কুলে আসছে না অন্তত ১২শ’। এখন সংক্রমণ কমে আসলেও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতও খুবই কম। এই নিয়ে বিভিন্ন মত শিক্ষার্থীদের।
শিক্ষকরা বলছেন, শ্রেণীকক্ষের আগের সেই চেহারা আর নেই। পূর্ণ ক্লাসরুম এখন ফাঁকাই থাকছে। সংক্রমণ কমে আসার পর খুলেছে বিদ্যালয়গুলো। তবে, শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম। বেশির ভাগ মেয়ে শিক্ষার্থীর বাল্যবিবাহের শিকার হয়েছে। আর অনেকে কর্মসংস্থানমুখী।
ঝরে পড়া রোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এর মধ্যে রয়েছে ফি মওকুফ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ। শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক হয়ে আসবে এমন আশায় সবাই।