খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির মানিকছড়িতে হ্লাসিংমং হত্যার প্রতিবাদে জেলার ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ। ৫ উপজেলা হলো মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি।
সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি হতে চট্টগ্রাম বা খাগড়াছড়ি থেকে ঢাকার কোন যানবাহন চলাচল করেনি। তবে বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন চলাচল করেছে। রোববার বিকালে মানিকছড়ির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালু পয়েন্টে বালু উত্তোলনকারীরা হ্লাসিংমংকে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে চাঁদাবাজি করতে গেলে তাকে গণপিটুনি দেয়া হয় বলে জানালেও ইউপিডিএফ’র দাবি সাংগঠনিক কাজে গেলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।