কয়েকটি জেলায় গেলো ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ১২:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, সাভার, নেত্রকোনা, পাবনা, ময়মনসিংহ, জামালপুর ও মানিকগঞ্জে গেলো ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রামে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদেরকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
সাভারে গেলো ২৪ ঘন্টায় নতুন করে দু’জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে। সকালে আরো দূ’জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার স্বাস্থ্য কমর্কর্তা ডাঃ মিঠু।
নেত্রকোনায় আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম। আক্রান্তরা হচ্ছে খালিয়াজুরী এক নারী এবং আটপাড়া উপজেলার দুওজ গ্রামের এক পুরুষ।
পাবনায় চাটমোহর উপজেলায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনায় দুইজন করোনা রোগী শনাক্ত হলো।
ময়মনসিংহে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ২৩ জনের করোনা শনাক্ত হলো। নতুন চারজনের মধ্যে সদরে ১ জন, গফরগাঁওয়ে ১ জন, মুক্তাগাছায় ১ জন এবং ঈশ্বরগঞ্জের ১ জন।
জামালপুরের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও মাদারগঞ্জের বেসরকারী ডায়াগনষ্টিক সেন্টারের স্টাফ এবং নারায়নগঞ্জ ফেরত একব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় তারা করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ।
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় একজনসহ ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমীন আখন্দ জানান, শনিবার রাতে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া গ্রাম লকাডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ওই গ্রামে শ্বশুর বাড়িতে থাকতো। তার বাড়ি একই উপজেলার শাকরাইল গ্রামে।



















