ক্ষুরের আঘাতে যুবককে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুরের আঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছে।
গেলো রাতে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মুস্তাকিম রাতে আনসার নগর মাদ্রাসার মাহফিলে মাইক অপারেটিংয়ের কাজ করতে যায়। কাজের ফাঁকে মাহফিলের সামনে মেলার মধ্যে মুস্তাকিমের সাথে চৌকা গ্রামের মুর্শেদ আলীর ছেলে সজল মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে সজল মিয়া ক্ষুর দিয়ে মুস্তাকিমের কাঁধে ও বাম হাতে আঘাত করে। এসময় দু’জনের ঝগড়া থামাতে এসে তারা মিয়া ও বাবুল আহত হয়। স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।