ক্ষুধার যন্ত্রণায় ভুগছে গাইবান্ধার মানসিক ভারসাম্যহীন মানুষ

- আপডেট সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ক্ষুধার যন্ত্রণায় ভুগছে গাইবান্ধার মানসিক ভারসাম্যহীন মানুষগুলো। আগে অলিগলি ঘুরে রেস্তোরাঁ কিংবা দোকানদারদের দেয়া খাবারে তাদের পেট চলতো। কিন্তু, করোনার কারণে বেশিরভাগ হোটেল-রেস্তোরা ও দোকান বন্ধ থাকায় দুরবস্থায় পড়েছে তারা। তবে, এসব অসহায় মানুষের খাবারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, পুলিশ সুপার।
করোনা পরিস্থিতির মধ্যে গাইবান্ধা শহরের বেশিরভাগ দোকানপাট খুললেও খাবারেরগুলো বন্ধ রয়েছে। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার সংগ্রহ করা ছিন্নমুল মানসিক ভারসাম্যহীন মানুষগুলো এখন দুরাবস্থায়। শহরের বিভিন্ন অলি-গলিতে থাকা দোকানপাট আর বাসা-বাড়ি মালিকরাদের দেয়া খাবারে ক্ষুধা নিবারন করতো। করোনাকালে নিরাপদ দুরুত্ব বজায় রেখে কেউ আর তাদের সাহায্যে করছেনা। এতে অনেকটা অনাহারে দিন কাটছে তাদের।
মানসিক ভারসাম্যহীন হওয়ায় দ্রুত করোনা সংক্রমনের আশংকা রয়েছে। তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে দৃষ্টি দেয়ার দাবি জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
এই অসহায় মানুষগুলোকে নিয়মিত খাবার সরবরাহসহ চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ সুপার।