ক্ষমতায় টিকে থাকতে অবৈধ সব পথ অবলম্বন করছে সরকার : আমীর খসরু

- আপডেট সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসায় দেরি হলে সরকারকে আরো চড়া মূল্য দিয়ে বিদায় নিতে হবে। আমীর খসরু বলেন, ক্ষমতায় টিকে থাকতে অবৈধ সব পথ অবলম্বন করছে বর্তমান সরকার। রোডমার্চের শুরুতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। রাজবাড়ির পথসভায় শ্যামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের সময় শেষ হয়ে এসেছে।
বৃষ্টি উপেক্ষা করে সকালে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে রোডমার্চ শুরু হয়। সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়। রাজবাড়ীর সমাবেশে যোগ দিয়ে দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। অবৈধ সরকারের অধীনে আর কোন নির্বাচন এদেশে হবে না।
এর আগে গোয়ালন্দ মোড়ের পথসভায় আমীর খসরু বলেন, ক্ষমতায় টিকে থাকতে অবৈধ সব পথ অবলম্বন করছে বর্তমান সরকার। আওয়ামী সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তি ছাড়া ঘরে ফিরবে না কেউ। ১৩০ কিলোমিটার ব্যাপী এ রোডমার্চে প্রায় তিন হাজার গাড়ীর বিশাল বহর নিয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা রোডমার্চে অংশ নেন। এসময় তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবী করেন। রাজবাড়ী থেকে শুরু রোডমার্চ শেষ হবে শরীয়তপুর স্টেডিয়ামে সমাবেশ দিয়ে।