ক্ষমতা হারানোর ভয়ে আ’লীগ বেপরোয়া হয়ে গেছে : নজরুল ইসলাম খান

- আপডেট সময় : ০৭:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
ক্ষমতার হারানোর ভয়ে আওয়ামী লীগ বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক নির্বাসন হতে যাচ্ছে। জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন বক্তারা।
জাতীয় প্রেসক্লাবে, দলীয় সরকারের অধীনে নির্বাচন: বর্জন, অংশগ্রহণ ও ডামি ভোটাভুটি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি।
অংশ নিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে ফেলেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় জানাতে হবে।
প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের ইতিহাস লুটপাট আর গুম খুনের। এখন ক্ষমতা হারানোর ভয়ে তারা বেপরোয়া।
আওয়ামী লীগের পাতানো নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান, নজরুল ইসলাম খান।