ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার : রিজভী

- আপডেট সময় : ১১:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৭৭১ বার পড়া হয়েছে
ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করে বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে।
খালেদা জিয়া স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। ২০১৮ সালের মতো গায়েবী মামলা দিয়ে সরকার আবারো একতরফা নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে গৎবাঁধা মামলা সরকার আগেও দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন মানা হবে না। সরকার পদত্যাগ না করা পর্যন্ত দেশের জনগণের মুক্তি মিলবে না বলেও জানান তিনি। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার উপহাস করছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।