ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনার পর থেকে দেশটির “মৌলিকভাবে পরিবর্তন” হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনার পর থেকে দেশটির “মৌলিকভাবে পরিবর্তন” হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। দেশটিতে উগ্রপন্থা বন্ধে আরো ব্যবস্থা নেয়া দরকার বলেও স্বীকার করেন তিনি। এসময় তিনি আরো বলেন, যখন নিউজিল্যান্ডের সব মানুষ তার নিজ নিজ দায়িত্ব পালন করবেন, তখন দেশটির মৌলিকভাবে পরিবর্তিন নিশ্চিত হবে। ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হন ৫১ জন। আহত হন বেশ কয়েকজন। হামলার পর দেশটির বন্দুক আইনসহ বিভিন্ন আইনে পরিবর্তন আনেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। হামলাকারীর সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তাও দেন তিনি।



















