ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ চারজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ চারজন নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। অরেঞ্জ পুলিশের লেফটেন্যান্ট জেনিফার আমাত বলেন, পশ্চিম লিংকলন অ্যাভিনিউর এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। মেট্রো সিটি অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ জানায়, হামলার পর চারজনের লাশ উদ্ধার করেছেন তারা। পরিস্থিতি এখন স্থিতিশীল এবং জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেয়া তথ্যমতে, যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন। উপর থেকে নেয়া ছবিতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে।























