ক্যান্ডি টেস্টে শক্ত অবস্থানে স্বাগতিক শ্রীলংকা
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
 - / ১৫৬৮ বার পড়া হয়েছে
 
ক্যান্ডি টেস্টে শক্ত অবস্থানে স্বাগতিক শ্রীলংকা। তৃতীয় দিন শেষে ২৫৯ রানের লিড লঙ্কানদের। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। এর আগে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফলো-অনে পড়ে বাংলাদেশ। স্বাগতিকদের করা ৭ উইকেটে ৪৯৩ রানের জবাবে ২৫১ রানে অলআউট হয় সফরকারীরা। সর্বোচ্চ ৯২ রান করেন তামিম ইকবাল। অভিষেক ম্যাচে ৬ উইকেটে নিয়ে আলো ছড়িয়েছেন প্রভীন জয়াভিক্রামা।
কথায় আছে সকালের সূর্য্য সবসময় দিনের আভাস দেয় না। এ যেমন ক্যান্ডি টেস্টে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তামিম-সাইফের ভালো শুরু’র পরও ফলো-অনে পরার তৃক্ত অভিজ্ঞতা পেলো মুমিনুলের দল। যার নেপথ্যে একজন লঙ্কান স্পিনার। তা আবারও অভিষিক্ত। প্রভীন জয়াভিক্রামার স্পিনে কুপোকাত বাংলাদেশ।
লঙ্গানদের প্রথম ইনিংসে করা ৪৯৩ রানের জবাবে তামিম-সাইফ হাসানের ৯৮ রানের উদ্বোধনী জুটি। তামিম ছিলেন আগ্রাসী ৫৭ বলে ক্যারিয়ারের ৩১তম অর্ধশতকে।
রান পেলেও ভাগ্য বদল হয়নি সাইফ হাসানের। থেমেছেন ২৫ ঘরে, জয়াভিক্রামার স্পিনে। প্রত্যাশের ভার উৎরাতে আরও এক ম্যাচে ব্যর্থ নাজমুল শান্ত। লাঞ্চ বিরতির আগে দুই উইকেট নেই বাংলাদেশের।
সেঞ্চুরি যখন হাত ছোয়া দূরত্বে, তখন আবারও নার্ভাস নাইনটির শিকার তামিম ইকবাল। টানা তিন ম্যাচে শতকের সম্ভাবনা জাগিয়ে ৯২ রানে জয়াভিক্রামার দ্বিতীয় শিকার পরিণত হন দেশ সেরা ওপেনার।
চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুলের ৬৩ রানের জুটিতে আশা জেগেছিলো তবে, দৃষ্টান্ত হতে পারেনি। জয়াভিক্রামার স্পিন বিশে নীল মুশফিক খানিক বাদে মুমিনুলও একই পথের পথিক।
এরপর আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। লিটন-মিরাজরা ব্যর্থ। আশা যাওয়ার মিছিলে যোগ দেন তাসকিন-তাইজুলরা। শেষ পর্যন্ত ২৫১ রানে অলআউট। ফলো অনে বাংলাদেশ। অভিষেক ম্যাচে ৬ উইকেট নিয়ে স্পট লাইটে ২২ বছরের তরুণ প্রভীন জয়াভিক্রামা।
ফলো অন করিয়েও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়নি শ্রীলংকা। বড় লক্ষ্য দিতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা। তবে, সে পরিকল্পনা তৃতীয় আলোর মুখ দেখেনি। দলীয় ১৫ রানে থিরিমান্নে আর ওশাডা ফার্নন্দোর উইকেট হারিয় শ্রীলংকা। মিরাজের পর তাইজুলের আঘাত।
শেষ পর্যন্ত আর অঘটন হতে দেন নি দুই অভিজ্ঞ অ্যাঞ্জেলা ম্যাথুউজ ও দিমুথ করুণারত্নে। ২৫৯ রানের এগিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন এই দুই ব্যাটসম্যান।
																			
																		













