কোয়ার্টার ফাইনালের পথ কঠিন হলো চ্যাম্পিয়ন লিভারপুলের

- আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কোয়ার্টার ফাইনালের পথ কঠিন হলো চ্যাম্পিয়ন লিভারপুলের। শেষ ষোলর প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে অল রেডরা। অন্যম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।।
আট মাস আগে যে মাঠে ষষ্ঠ শিরোপার উৎসবে মেতেছিলো লিভারপুল, সেই মেট্রোপলিটানোতেই বিদায়ের শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য ছিল লিভারপুলের। কিন্তু শুরুতেই গোল হজম করে বসে ক্লপ বাহিনী। খুব কাছ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন নিগেস। দ্বিতীয়ার্ধে গোল শোধে আপ্রাণ চেষ্টা চালানো লিভারপুল ভালো দুটি সুযোগ পায়। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি জার্গেন শিষ্যরা। এদিকে, নেইমার দলে ফিরলেও হার এড়াতে পারেনি পিএসজি। সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধ গোলের দেখা পায়নি কোন দল। কিন্তু ৭০ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন এরলিং হাল্যান্ড। তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি পিএসজি। এমবাপ্পের ক্রস থেকে বল জালে জড়ান নেইমার। ফরাসীদের গোলের উৎসব শেষ না হতেই, পরের আক্রমনে এরলিং হাল্যান্ড ডর্টমুন্ডকে এগিয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।