কোয়ারেন্টাইন ছেড়ে নিজ দেশে ফিরেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দলের কোয়ারেন্টাইন ছেড়ে নিজ দেশে ফিরেছেন জুভেন্টাস সতীর্থ আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন।
৩২ বছর বয়সী তারকার আর্জেন্টিনা যাওয়ার বিষয়টি জানায় ইতালির বিভিন্ন গণমাধ্যম। তাদের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম বুয়েনোস আইরেস টাইমস। এক সপ্তাহ আগে রুগানি করোনা আক্রান্ত হওয়ার পর জুভিদের সব তারকাকে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তবে জুভিদের ফরাসি তারকা ব্লেইজ মাতুইদি সম্প্রতি করোনা আক্রান্ত হলেও নেগেটিভ এসেছে হিগুয়েনের। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মূলত গুরুতর অসুস্থ্য মাকে দেখতেই ইতালির কড়াকড়ি অবস্থা ভেঙে আর্জেন্টিনায় ফিরেছেন হিগুয়েন। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী-সন্তানরাও।