কোরবানির হাটে প্রতারক বা জালিয়াত চক্র থেকে সাবধান!

- আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
কোরবানির হাটে প্রতারক বা জালিয়াত চক্র থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। নিচে কিছু কার্যকর পরামর্শ দেওয়া হলো:
১। গরু কেনার আগে যাচাই করুন
গরুর স্বাস্থ্য পরীক্ষা করুন: গরু সুস্থ কিনা তা বোঝার চেষ্টা করুন। চোখ পরিষ্কার, গা গরম নয়, নাক ও মুখ দিয়ে পানি পড়ছে কি না দেখুন। জাল ওষুধ প্রয়োগ করা গরু চিহ্নিত করুন: ফোলা গলা, অতিরিক্ত ঢেলা বা হঠাৎ অতিরিক্ত ওজন—এসব জাল ইনজেকশনের লক্ষণ হতে পারে।
২। মূল্য যাচাই করে নিন: হাটে একাধিক গরুর দাম যাচাই করুন। অস্বাভাবিক কম দামে গরু বিক্রির প্রস্তাব পেলে সাবধান হোন।
৩। টাকা লেনদেনে সতর্কতা: নগদ লেনদেন এড়িয়ে চলুন: সম্ভব হলে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক চেক ব্যবহার করুন। প্রতারণার আশঙ্কা থাকলে: লেনদেনের সময় একজন বিশ্বস্ত ব্যক্তি রাখুন এবং প্রয়োজন হলে পুলিশ বা হাট কর্তৃপক্ষকে অবহিত করুন।
৪। বিক্রেতার পরিচয় নিশ্চিত করুন: পরিচিত বা হাটে নিবন্ধিত বিক্রেতার কাছ থেকে গরু কিনুন। পাশাপাশি বিক্রেতার জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য তথ্য যাচাই করতে পারেন।
৫। নকল বা জাল টাকা থেকে সতর্ক থাকুন: বড় পরিমাণ টাকা লেনদেনে জালনোট শনাক্তকারী কলম বা মেশিন ব্যবহার করুন। হাটে লেনদেনের সময় নিরিবিলি জায়গা নয়, বরং সিসি ক্যামেরা বা পুলিশের উপস্থিতি আছে এমন জায়গা বেছে নিন।
৬। কাগজপত্র ঠিকমতো সংগ্রহ করুন। গরু কেনার রসিদ সংগ্রহ করুন। পাশাপাশি- বিক্রেতার নাম, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে রাখুন।
৭। অনলাইন কেনাকাটায় বাড়তি সতর্কতা: ফেসবুক বা অজ্ঞাত ওয়েবসাইট থেকে গরু না কিনে স্বীকৃত অনলাইন কোরবানির প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
অগ্রিম টাকা পরিশোধে সতর্ক থাকুন। সম্ভব হলে “ক্যাশ অন ডেলিভারি” বেছে নিন।
সবচেয়ে বড় বিষয় হলো: সচেতন থাকুন, সন্দেহ হলে ঝুঁকি নেবেন না। প্রয়োজনে কোরবানির হাটে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে দ্বিধা করবেন না।