কোভিড-নাইনটিন প্রাদুর্ভাব নতুন দিকে মোড় নেয়ার শঙ্কা তৈরি হয়েছে: টেড্রোস আডানম গেব্রিয়াসিস

- আপডেট সময় : ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জনে। আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ২৮৮ জন। এদিকে, ক্রমেই বিশ্বব্যাপী বিস্তার ঘটছে ভয়াবহ ভাইরাসটির। ইরান ও ইতালিতে মারা গেছে ৩ জন। এই নিয়ে চীনের বাইরে মোট মারা গেল ১৩ জন।এদিকে, কোভিড-নাইনটিন প্রাদুর্ভাব নতুন দিকে মোড় নেয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস।
করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন একশোরও বেশি মানুষ। চীনে এ পর্যন্ত মারা গেছে ২ হাজার ৩৪৫ জন। আক্রান্ত হয়েছে ৭৬ হাজারের বেশি। চীনে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে বলে দাবি করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেলো ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৯৭ জন। আর মারা গেছে ১০৯ জন।
তবে, বিশ্বব্যাপী দ্রুতগতিতে বিস্তার ঘটছে প্রাণঘাতী করোনাভাইরাসের। নতুন করে ইসরায়েল ও লেবাননে সংক্রমণের খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় এক দিনেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এদিকে, সংযুক্ত আরব আমিরাতে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে একজন বাংলাদেশি ও ফিলিপিনো নাগরিক।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস জানান, বৈশ্বিকভাবে এই রোগের প্রাদুর্ভাব নতুন দিকে মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ । আর ইতালিতে প্রথম একজন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনাভাইরাস আতঙ্কে ইতালির উত্তরাঞ্চলীয় ১০ শহরে জনসমাগমস্থল বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।