কোপার ফাইনালকে ঘিরে বাংলাদেশে এখন বিশ্বকাপের উন্মাদনা

- আপডেট সময় : ০২:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কোপার ফাইনালকে ঘিরে বাংলাদেশে এখন বিশ্বকাপের উন্মাদনা। লাতিন ফুটবলের উত্তেজনায় বুঁদ হয়ে আছে গোটা দেশ। আকাশী-নীল আর হলুদে গোটা দেশ বিভক্ত দুই ভাগে। তর্ক-বিতর্ক থেমে নেই। নানা যুক্তি দিয়েই প্রিয় দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন ভক্তরা। সেরার দৌড়ে কেউ মেসি কেউই বা এগিয়ে রাখছেন নেইমার জুনিয়রকে।
কঠোর লকডাউনের কারণে জনসমাগম নেই তেমন। রাস্তা ঘাট নিরব। কিন্তু, ঘরের দরজা পেরিয়ে চাপা এক উত্তেজনা অলিগলিতে, বাড়ির ছাদ কিংবা ফুটপাথে। নেপথ্যে ফুটবল। আরও নির্দিষ্ট করে বললে কোপা আমেরিকা ফাইনাল, আর্জেন্টিনা-ব্রাজিল দ্রুপদী লড়াই।
যে লড়াইয়ে গোটা দেশ এখন দুই ভাগে বিভক্ত। সুপার ক্লাসিকোকে ঘিরে যেন তর্ক-বির্তক থেমে নেই ভক্তদের মাঝে।
কোপার ফাইনাল নিয়ে মেসি-নেইমাররা যতটা রোমাঞ্চিত, কোনো অংশে কম নয় বাংলাদেশের সমর্থকরাও। মহাদেশীয় আসর হলেও এ ম্যাচ যেন বিশ্বকাপের মতো মহা গুরুত্বপূর্ণ এদেশের ফুটবল পাগলদের কাছে। মেসি-নেইমাররাও স্বপ্নের চেয়ে বেশি কিছু।
কে আছে কে নেই আসে যায় না কোন কিছুই। ১৪ বছর পর ব্রাজিল-আর্জেন্টির স্বপ্নের ফাইনাল। প্রিয় দল জিতলে ষোল-আনা উৎসব, হারলে পাশে থাকবে পূর্ণ সমর্থন।
উত্তেজনার ইউরোকে পাশ কাটিয়ে বাংলাদেশ জুড়ে শুধুই লাতিন ফুটবলের আবহ। মুখোমুখি সময়ের সেরা দুই তারকা মেসি-নেইমার। মারাকানায় ব্রাজিলের মোহনীয় ছন্দ আর আর্জেন্টিনার শৈল্পিকতা বিশ্বের মতো দেখার অপেক্ষায় বাংলাদেশও।