কোপা আমেরিকাতেও আজ শুরু শেষ আটের লড়াই

- আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কোপা আমেরিকাতেও আজ শুরু শেষ আটের লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পেরু ও প্যারাগুয়ে। রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। তবে সব আকর্ষণ থাকবে দিনের দ্বিতীয় ম্যাচে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন- চিলির। দু’দলের দ্বৈরথ শুরু হবে ভোর ৬ টায়।
দর্শক বিহীন মাঠ আর ইউরো ঝলকানিতে মলিন এবারের কোপা আমেরিকা। যদিও তাতে কেমনি আকর্ষন। কেননা একটি ম্যাচ সব আলো কেড়ে নিতে প্রস্তুত। শেষ আটের লড়াইয়ে যে হ্যাভিওয়েট ব্রাজিলের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন চিলি।
নেইমার নাকি ভিদাল, বাজিমাত করবেন কে? সেই বিতর্ক যেমন থাকবে, তেমনি বর্তমান চ্যাম্পিয়নদের উড়ন্ত পারফরম্যান্সেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেলেসাওদের সামনে এক মলিন চিলি। গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নামার অপেক্ষায় চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে আসা দলটা।
মুখোমুখি থেকে দুই দলের পারফরম্যান্স কোথাও এগিয়ে নেই চিলি। ৭২ দেখায় ব্রাজিলের ৫১ জয়ের পাশে চিলির মাত্র ৮ জয় বলে দিচ্ছে সব। তবে কোপার পারফরম্যান্সে দুই দল সমানে সমান। ২০ ম্যাচ খেলে জয়, ড্র আর হারে ছাড়িয়ে যেতে পারেনি কেউ কাউকে। তাই বিগ ফাইটে নামার কিছুই হলেও সতর্ক সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
আসরে উড়ছে তিতের ব্রাজিল, শেষ পাঁচ ম্যাচে নেই হারের স্বাদ। তবে আলোচনায় গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের সাথে ১-১ গোলের ড্র। বিপরীতে একই সমীকরনে চিলি। মার্টিন লাসার্তের চিন্তার কারণ হতে পারে দলের সাম্প্রতিক পারফরম্যান্স। তারপরও ব্রাজিল বধের স্বপ্নে বিভোর চিলিয়ানরা। সঙ্গে আত্মবিশ্বাস বাড়াতে পারেন ইনজুরি কাটিয়ে ফেরা এলেক্সিস সানচেচ।
কোপা আমেরিকায় ১৪ বছর পর দুই দল মিলেছে এক বিন্দুতে, নক আউট পর্বে। সেই ম্যাচের ৬-১ গোলের হারের পুনরাবৃত্তি নিশ্চয়ই চাইবে না ভিদাল-সানচেচদের চিলি।