কোনো কাজেই আসছে না বরগুনার পায়রা নদী তীর সংরক্ষণ প্রকল্প

- আপডেট সময় : ০৭:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
কোনো কাজেই আসছে না বরগুনা সদরের বড় বালিয়াতলী এলাকার নদী তীর সংরক্ষণ প্রকল্প। পায়রা নদীর ভাঙ্গনে শত শত মানুষের বসত ভিটা, রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড শুধু লোক দেখানো বাঁধ নির্মাণ করায়, গত ৫০ বছরেও এই এলাকার নদী ভাঙ্গন থামেনি বলে ক্ষোভ জানায় ভুক্তভোগীরা।
পায়রা নদীর ভাঙ্গনে বরগুনা সদর উপজেলার এমবালিয়াতলী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ এখন দিশেহারা। গত ৫০ বছরে চারবার বেড়িবাঁধ নতুন করে নির্মান করা হয়েছে। কিন্তু, তা ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে রাস্তাঘাট, দোকানপাটসহ শতশত একর ফসলি জমি। ভাঙ্গন অব্যাহত থাকলে রেহাই পাবেনা দু’শবছর ঐতিহ্যবাহী রাখাইন পল্লী।
নদী তীরে ব্লক স্থাপনের মাধ্যমে ভাঙ্গন রোধের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
দ্রুত বাঁধ নির্মানের আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসক।
দ্রুত ব্লক দিয়ে স্থায়ীভাবে বেঁড়িবাধ নির্মানের দাবী জানিয়েছে, এলাকাবাসী।