কোনভাবেই লকডাউন মানছেন না সাধারণ মানুষ
- আপডেট সময় : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কোনভাবেই লকডাউন মানছেন না সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জায়গায় অপ্রয়োজনে ঘর থেকে বেরিয়ে জরিমানা গুণেছেন অনেকে।
লকডাউনের ৮ম দিনে গোপালগঞ্জে কোন ভাবেই লকডাউন মানছে না সাধারন মানুষ। জেলা শহরের বিভিন্ন বাজার, অলি-গলি ও সড়কে রয়েছে মানুষের ভীড়। প্রয়োজনে বা অপ্রয়োজনে সকলেই বাইরে বের হচ্ছেন ঘর থেকে।
ময়মনসিংহ নগরীতে রিকশা, ইজিবাইকের পাশা-পাশি মানুষের চলাচল বেড়েছে। এদিকে, গেলো ২৪ ঘন্টায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭৫টি মামলায় ৪৯ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
মানিকগঞ্জ জেলা পুলিশ প্রতিদিন চেক পোষ্ট ছাড়াও অভিযান পরিচালনা করছে। পাস ছাড়া ও অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা।
সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলায় ৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্য বিধি না মানায় ৩০টি মামলাসহ ৩০ জনকে জরিমানা করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ইজিবাইক, রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন পুলিশ আটক করতে দেখা গেছে।
























