কোন ব্যক্তি বা দল স্বাধীনতার একমাত্র দাবিদার হতে পারে না :মির্জা ফখরুল ইসলাম আলমগীর

- আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কোন ব্যক্তি বা দল স্বাধীনতার একমাত্র দাবিদার হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুজিব শতবর্ষ পালন প্রহসন। খালেদা জিয়াকে কারাগারে রেখে জন্মশতবর্ষ পালন সফল হবে না। সকালে ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলমকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল । বর্তমান প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা কতটুকু সমীচীন এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।
ঢাকা ১০ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলমকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।
শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিবকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোন ব্যক্তি বা দল স্বাধীনতার একমাত্র দাবিদার হতে পারেনা।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিব বর্ষ বা জন্মশতবর্ষ পালন সফল হবে না।
বর্তমান প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখতেই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।