কোন দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়: রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫১৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে, কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় আর এমন হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছে, তারা চলমান সংকটকে ঘনীভূত করা চেষ্টা করছে। উপদেষ্টারা অর্পিত দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনও গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও বিএনপির এ সিনিয়র নেতা। এ সময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।