কোন কোন ব্যক্তি ও দল রাজনীতির খাতিরে ভারত-বিরোধিতা করছে: তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কোন কোন ব্যক্তি ও দল রাজনীতির খাতিরে ভারত-বিরোধিতা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা ভুল পথে হাঁটছে। ভারতের সাথে মৈত্রীবন্ধন কেবল বাংলাদেশেরই নয়, আঞ্চলিক উন্নয়নেও সহায়ক বলে মন্তব্য করেছেন তিনি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশে নেতাজির জন্মবার্ষিকী উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম বর্ষে পদার্পণ ও দেশপ্রেম দিবসে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত “নব জাগরণে নেতাজির আদর্শ” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও প্রজ্ঞায় নেতাজি সুভাষচন্দ্রের স্পষ্ট ছাপ ছিল।
সবার আগে বাংলাদেশকে করোনার টিকা উপহার দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ দুদেশের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছে গেছে।কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল নিজ স্বার্থে ভারতবিরোধিতা করছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী।অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, করোনাসহ যে কোন আঞ্চলিক সমস্যা ভারত ও বাংলাদেশ একসাথে সমাধান করেছে এবং ভবিষ্যতেও করবে