কোথাও আইসিইউ দরকার, সিট খালি নেই; কোথাও অক্সিজেন দেয়া জরুরি, সিলিন্ডারের অভাব

- আপডেট সময় : ০১:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কোথাও আইসিইউ দরকার, সিট খালি নেই; কোথাও অক্সিজেন দেয়া জরুরি, সিলিন্ডারের অভাব। আবার কোথাও রোগীর চিকিৎসা জরুরি, তবে চিকিৎসকের ঘাটতি। হাসপাতালের মেঝেতে রোগীকে ঠাঁই নিতে হয়েছে। তীব্র শ্বাসকষ্টে থাকা রোগীকে হাসপাতালে ভর্তিতেই অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ওষুধের সংকটও। এমন চিত্র দেশের প্রায় সব করোনা হাসপাতালের। সরকার পরিচালিত করোনা হাসপাতালের ১শ’ টির ৫২ টিতেই নেই আইসিইউ ব্যবস্থা। ৩৫টি জেলা সদর হাসপাতাল আইসিইউ নেই । চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন না হলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে থাকবে।
গেল সপ্তায় বগুড়ায় করোনা বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার অভাবে ১৩ ঘণ্টায় শ্বাসকষ্টে মারা যান ৭ রোগী। সাতক্ষীরা, খুলনাতেও অক্সিজেন সংকটের কারনে অনেক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে স্বজনদের।
গেলো কদিন ধরে সবচেয়ে বেশী মৃত্যু হচ্ছে খুলনা ও রাজশাহী বিভাগের জেলা গুলোতে । এ দুই বিভাগের ১৮ জেলার মধ্যে ১০টি তেই আইসিইউ সুবিধা নেই। মোট আইসিইউর প্রায় ৭৫ শতাংশই ঢাকা বিভাগে আর মাত্র ২৫ শতাংশ বাকি সাত বিভাগে। সেন্ট্রাল অক্সিজেন নেই অনেক জেলা হাসপাতালেই।
ভারত থেকে আসা করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে গ্রামাঞ্চলে। উপজেলা-জেলা পর্যায়ে চিকিৎসার বেহাল দশার কারনে রোগীরা বিভাগীয় শহর হয়ে রাজধানীমুখি হচ্ছেন। চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের।