কোটা আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
চলমান কোটা আন্দোলনে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে শক্ত হাতে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসাইনী দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, ১৭ জুলাই তাজিয়া মিছিলসহ যত ধরণের আয়োজন আছে, সব নির্বিঘ্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। মিছিল ঘিরে উচ্চভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে। সর্বক্ষণ প্রহরায় থাকবে ডিএম পুলিশ। কমিশনার জানান, মিছিল ঘিরে জঙ্গি তৎপরতা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে।