কোপার দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা

- আপডেট সময় : ০৮:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ফাইনাল নিশ্চিত করার মিশনে কোপার দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়া। দীর্ঘ দুই যুগের শিরোপা খরা কাটানোর মিশনে আরও একধাপ এগিয়ে যেতে মরিয়া আর্জেন্টিনা। বিপরীতে ২০০১ সালের পর আরও একবার ফাইনালের স্বপ্নে বিভোর কলম্বিয়া। সকাল ৭টায় শুরু হবে ম্যাচ।
শুরুটা ২০০৬ বিশ্বকাপ থেকে। এরই মধ্যে কেটে গেছে দেড় যুগেরও বেশি সময়। অথচ এখনও আর্জেন্টিনার জার্সিতে কোন শিরোপা ছোঁয়া হয়নি লিওনেল মেসির।
আলবিসেলেস্তেদের অপেক্ষাটা আরও দীর্ঘ। সেই ১৯৯৩ সালে শেষবার কোন শিরোপার স্বাদ পেয়েছিলো আর্জেন্টিনা। দেখতে দেখতে আরও একবার শিরোপার খুব কাছে ম্যারাডোনার উত্তরসুরীরা। মঞ্চ, শেষ শিরোপা উৎসবের, সেই কোপা আমেরিকা। স্বপ্ন সত্যি হওয়ার মাত্র দুই ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল মেসি।
আসরের দ্বিতীয় সেমিতে মেসিদের প্রতিপক্ষ সম্প্রতি মাঠের লড়াইয়ে ধুকতে থাকা কলম্বিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে ফেভারিট হয়েই নামছে আকাশি নীল শিবির। টুর্নামেন্ট জুড়ে অপরাজিত, আর সবমিলিয়ে সংখ্যাটা ১৮। লিওনেল স্কালোনির অধীনে ২০১৯ সালের পর আর হারেনি ১৪ বারের চ্যাম্পিয়নরা।
সেমিফাইনাল বাধা টপকে যাওয়ার আত্মবিশ্বাসের যোগান দিতে যথেষ্ঠ লিওনেল মেসির দুরন্ত ফর্ম। চার গোল করে সবাইকে ছাড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক। স্বতীর্থ দিয়ে করিয়েছেন সমানসংখ্যাক গোল। শুধু কি তাই। আসরে দলের দশ গোলের সাথে জড়িয়ে এলএমটেনের নাম।
বিপরীতে অনেকটা টেনটুনে শেষচারে কলম্বিয়া। গ্রুপ পর্বে চার ম্যাচে মাত্র একজয়। পেনাল্টি শ্যুট আউটে উতরে গেছে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বাধা। যদিও এসব ভাবনায় নেই কলম্বিয়ার। ডু অর ডাই ম্যাচে শুধুই মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে চায় ১১’র চ্যাম্পিয়নরা।
মহাদেশীয় মঞ্চে তো বটেই, কলম্বিয়ার বিপক্ষে ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে। ৪০ দেখায় ২৩ জয় নিয়ে হেড টু হেডে এগিয়ে আলবিসেলেস্তেরা। কোপায় ১৪ ম্যাচের পরিসংখ্যানেও রাজত্ব দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যদিও গেলো মাসে বিশ্বকাপ বাছাইয়ে মেসিদের ২-২ গোলে রুখে দিয়েছিলো এই কলম্বিয়া।
ইনজুরিমুক্ত স্কোয়াড নিয়ে মধুর সমস্যায় আর্জেন্টিনা। মার্টিনেজ,ডি মারিয়া, গোমেজ, জার্সিও আগুয়েরো।আক্রমণে কাকে রেখে কাকে খেলাবেন, তা নিয়ে কোচ স্কালোনি ব্যস্ত সময় পার করলেও একটা শিরোপার খোঁজে বেস্ট দলটাই যে মাঠে নামাবে আর্জেন্টিনা তা নিশ্চিত।